বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, সমাজে দিন দিন শ্রেণী বৈষম্য ও ধনী-গরীবের ব্যবধান বেড়ে চলেছে। দ্রব্যমূল্যের সীমাহিন উর্ধ্বগতিতে দেশে বর্তমানে অরাজক পরিস্থিতি বিরাজ করছে। খেটে খাওয়া হতদরিদ্র মানুষগুলো ঠিকমতো দুমুঠো ভাত খেতে পারছেনা। ইনসাফভিত্তিক সমাজ ছাড়া ধনী-গরীবের ব্যবধান নিমূল করা সম্ভব নয়। জামায়াতে ইসলামী সমাজের সকল স্তরে ইনসাফ প্রতিষ্ঠা করতে চায়। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য জামায়াত আর্তমানবতার কল্যাণে কাজ করে আসছে। সকল জুলুম-নিপীড়ন উপেক্ষা করে মানবতার কল্যানে আমাদের পথচলা অব্যাহত থাকবে। ইনশাআল্লাহ।
তিনি শুক্রবার বিকেলে সিলেট মহানগরীর কোতোয়ালী পশ্চিম থানা জামায়াতের উদ্যোগে নগরীর ১২নং ওয়ার্ডের শেখঘাট এলাকায় অসহায় হতদরিদ্র মানুষের মাঝে গৃহনির্মাণের জন্য ঢেউটিন বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। অনুষ্ঠানে ৫টি পরিবারের মাঝে ঘর মেরামতের জন্য ঢেউটিন তুলে দেয়া হয়। ১২নং ওয়ার্ড জামায়াতের সভাপতি ফয়েজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কোতোয়ালী পশ্চিম থানা সেক্রেটারী পারভেজ আহমদ ও সমাজসেবী আব্দুল কাদির।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শ্রমিক নেতা শামীম আহমদ, আব্দুল মালিক, আবির ইকবাল তারেক, ছাতনেতা ওলিউর রহমান ও বেলাল আহমদ প্রমুখ। নেতৃবৃন্দ বলেন, সমাজের অসহায় হতদরিদ্ররা আমাদেরই আপনজন। তাই সাধ্যমত তাদের সাহায্যে সামর্থবানদের এগিয়ে আসতে হবে। গত বছরের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ হওয়া দরিদ্র মানুষগুলো আজো তাদের বসতঘর মেরামত করতে পারছেনা। যা খুবই দুঃখজনক। জামায়াত সব সময় যেকোন দুর্যোগে মানবতার কল্যাণে কাজ করে আসছে। ভবিষ্যতেও মানবতার কল্যাণে জামায়াতের এই পথচলা অব্যাহত থাকবে।