নগরীর শিবগঞ্জ পেট্রোল পাম্পে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত টুকেরবাজার ইউনিয়নের ভাটা নিবাসী, পাঠানটুলা জামেয়ার সাবেক কৃতি ছাত্র মরহুম রুমেল সিদ্দিকীর পরিবারে পাশে দাঁড়িয়েছে সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ। শুক্রবার রাতে মরহুম রুমেল সিদ্দিকী স্মরণে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে নিহতের পরিবারের হাতে আর্থিক সহযোগিতা তুলে দেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম।
এদিকে সাবেক মেধাবী ছাত্র রুমেল সিদ্দিকী স্মরণে তার নিজ বাড়ীতে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে সিলেট মহানগরীর জালালাবাদ থানার ৩৭নং ওয়ার্ড জামায়াত।
শুক্রবার রাতে ওয়ার্ড জামায়াতের সভাপতি ফেরদৌস আহমদের সভাপতিত্বে, জালালাবাদ থানার শুরা ও কর্মপরিষদ সদস্য আব্দুল মজিদের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য ও সিলেট মহানগরীর আমির জননেতা মুহাম্মদ ফখরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইত্তেহাদুল কুররা বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মুফতি মাওলানা আলী হায়দার, জালালাবাদ থানা জামায়াতের আমীর মাওলানা আ স ম আলাউদ্দিন, স্থানীয় ৩৭নং ওয়ার্ড কাউন্সিলর রিয়াজ মিয়া, থানা জামায়াত নেতা উবায়দুল হক শাহীন, মুহাম্মদ বদরুল হক, স্থানীয় ওয়ার্ড মেম্বার কাওছার আহমদ, মেম্বার হাবিজ মিয়া, জননেতা আতিকুর রহমান, এডভোকেট সালেক মিয়া , শালিস ব্যক্তিত্ব মানিক মিয়া, তরুণ শিক্ষাবিদ আব্দুর রাজ্জাক রাজন, সমাজসেবক ফয়জুল আলম, শাহজালাল বিশব্বিদ্যালয়ের ছাত্রনেতা তারেক মনোয়ার প্রমুখ।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে পরিবারের পক্ষ থেকে অনুভুতি প্রকাশ করে আবেগঘন বক্তব্য রাখেন মরহুমের গর্বিত পিতা মুহাম্মদ গনি মিয়া।
অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলওয়াত করেন হাফিজ শামিম আহমদ। মোনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি মুহাম্মদ ফখরুল ইসলাম সাহেব। দোয়া মাহফিল শেষে শোকাহত পরিবারকে সিলেট মহানগর জামায়াতের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। বিজ্ঞপ্তি