সিলেটের সিনিয়র সাংবাদিক, লেখক, সংগঠক ও সাবেক কাউন্সিলার আজিজুল হক মানিকের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট অঞ্চল, জেলা ও মহানগর জামায়াত নেতৃবৃন্দ। মরহুমের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।
এক যৌথ শোক বার্তায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল ও সিলেট অঞ্চলের পরিচালক এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় কর্মপরিষদের সাবেক সদস্য ও সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক ফজলুর রহমান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য মাওলানা হাবিবুর রহমান, সিলেট অঞ্চল টীম সদস্য হাফিজ আব্দুল হাই হারুন, সিলেট মহানগর নায়েবে আমীর মাওলানা সোহেল আহমদ ও সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী, সিলেট জেলা দক্ষিণ জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল হান্নান, নায়েবে আমীর মাওলানা লোকমান আহমদ ও সেক্রেটারী নজরুল ইসলাম, জেলা উত্তরের আমীর হাফিজ আনোয়ার হোসেন খান, নায়েবে আমীর উপাধ্যক্ষ সৈয়দ ফয়জুল্লাহ বাহার ও সেক্রেটারী জয়নাল আবেদীন বলেন, শিক্ষা ও কর্মজীবনে প্রখর মেধাবী আজিজুল হক মানিক ছিলেন বহুমূখী প্রতিভার অধিকারী। তিনি দৈনিক জালালাবাদ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক, সিলেট প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাবেক সাধারণ সম্পাদক, শাহজালাল জামেয়া স্কুল এন্ড কলেজের মিরাবাজারের সাবেক শিক্ষক, মদন মোহন বিশ^বিদ্যালয় কলেজের ছাত্র সংসদের জিএস হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি সিলেট সিটি কর্পোরেশনের গুরুত্বপূর্ণ এলাকা ১নং ওয়ার্ডের ২ বারের নির্বাচিত কাউন্সিলার হিসেবে দায়িত্ব পালন করেছেন। সকল শ্রেণী পেশার মানুষের কাছে তিনি ছিলেন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। তাঁর মৃত্যুতে আমরা একজন বহুমুখী প্রতিভার অধিকারী সাংবাদিক ও জনপ্রতিনিধিকে হারালাম। ইসলামী আন্দোলনের জন্য তার ত্যাগ ও শ্রম ছিল অনুকরণীয় দৃষ্টান্ত। আল্লাহ পাক রাব্বুল আল আমীন আজিজুল হক মানিককে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমীন।