পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেট মহানগরবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ।
এক শুভেচ্ছা বার্র্তায় জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, নায়েবে আমীর মাওলানা সোহেল আহমদ ও সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী সিলেটবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ত্যাগই হচ্ছে পবিত্র ঈদুল আযহার মহাত্ম। ঈদুল আযহা আমাদেরকে সামাজিক বৈষম্য দূরীকরণ, শোষণমুক্ত ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কুরবানীর অনুপ্রেরণা দেয়। ত্যাগ ও কুরবানীর মানসিকতা নিয়ে ব্যক্তিগত, সমাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামকে পরিপূর্ণভাবে অনুসরণ করতে হবে। আর এর মাধ্যমেই কেবল মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জন করা সম্ভব।
এবার আমরা এমন অনেক সময় ঈদুল আযহা উদযাপন করতে যাচ্ছি, যখন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান, সেক্রেটারী জেনারেল মিয়া গোলাম পারওয়ারসহ জাতীয় নেতৃবৃন্দ ষড়যন্ত্রমূলক মামলায় কারান্তরীণ। এইক সাথে কুরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীসহ অনেক আলেম-উলামা ষড়যন্ত্রমূলক মামলায় কারাগারে আছেন। তাদের পরিবার ঈদের আনন্দ থেকে বঞ্চিত। এছাড়া দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে দেশের খেটে খাওয়া কর্মহীন মানুষের জীবন আজ দুর্বিষহ। এমন কঠিন পরিস্থিতিতে ঈদুল আযহা উদযাপন অসহায় পরিবারের জন্য কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। ঈদুল আযহার শিক্ষায় অনুপ্রাণিত হয়ে সরকারের উচিত মজলুম নেতৃবৃন্দকে দ্রুত মুক্তি দেয়া।
নেতৃবৃন্দ বলেন, ঈদুল আযহায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা নিয়ে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে সবাইকে ঈদ আনন্দে শামিল করার মহৎ কাজে এগিয়ে আসুন। সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা। ঈদ মোবারক।