রমজানের শিক্ষায় জীবন ও সমাজ পরিবর্তনের শপথ নিতে হবে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিলেট মহানগরী নায়েবে আমীর মাওলানা সুহেল আহমদ বলেছেন, মাহে রমজান প্রশিক্ষণের মাস। রমজানের পর ঈদুল ফিতর উদযাপনের মাধ্যমে মুসলিম উম্মাহের ঘরে আনন্দময় দিন অতিবাহিত হয়েছে। রমজান বিদায় নিলেও এর শিক্ষা বাকী মাসে প্রয়োগ করতে হব। কুরআন হাদীসের আলোকে সমাজকে বদলাতে আগে নিজেকে বদলাতে হবে। মাহে রমজানের শিক্ষার আলোকে নিজেকে পরিপূর্ণ মুত্তাকী হিসেবে গড়ে তুলতে হবে। নিজেকে আল্লাহর খাঁটি গোলামে পরিনত করতে হবে। তাহলে ইহকাল-পরকালে কল্যাণ নিশ্চিত হবে।
তিনি শুক্রবার সিলেট মহানগরীর শাহপরান পশ্চিম থানা জামায়াত আয়োজিত ঈদ পূণর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। থানা আমীর আনোয়ার আলীর সভাপতিত্বে ও সেক্রেটারী শাহেদ আলীর পরিচালনায় অনুষ্ঠিত ঈদ পূণর্মিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জামায়াত নেতা নজরুল ইসলাম, হামিদ বক্স মুহিন, সালেহ আহমদ, আহমদ হোসাইন, তোফায়েল আহমদ, আবু হাসান ও ওলীউর রহমান প্রমূখ।