ঈদ আনন্দে সুবিধাবঞ্চিত মানুষকে শামিল করতে সাধ্যমত এগিয়ে আসুন
—মুহাম্মদ ফখরুল ইসলাম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, মাহে রমজান হচ্ছে আত্মশুদ্ধি অর্জনের মাস। এই মাসের শেষেই মুসলিম উম্মাহর সর্ববৃহৎ প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। কিন্তু বর্তমানে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে খেটে খাওয়া মানুষগুলো ঠিকমতো সেহরী-ইফতারের খাবার জোগানো কষ্টসাধ্য হয়ে উঠেছে। এই সময়ে সমাজের সুবিধাবঞ্চিত মানুষকে ঈদ আনন্দে শামিল করতে সাধ্যমত সহযোগিতার হাত প্রসারিত করতে হবে।
তিনি বুধবার সিলেট মহানগরীর শাহপরান পশ্চিম ও কোতোয়ালী পূর্ব থানা জামায়াতের যৌথ উদ্যোগে নগরীর মিরাবাজার এলাকায় হতদরিদ্রদের মাঝে ফুডপ্যাক ঈদ উপহার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
কোতোয়ালী পূর্ব থানা আমীর রফিকুল ইসলামের সভাপতিত্বে ও শাহপরান পশ্চিম থানার আমীর মু. আনোয়ার আলীর পরিচালনায় অনুষ্ঠিত ফুডপ্যাক উপহার বিতরণকালে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জামায়াত নেতা মাওলানা গিয়াস উদ্দিন, আহমদ আল মাসুদ, হামিদ বক্স মুহিন, ওমর ফারুক ইমন ও হাবিবুল্লাহ আল মাহমুদ প্রমূখ।