যে কোন পরিস্থিতিতে জামায়াতের
মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে
—মুহাম্মদ ফখরুল ইসলাম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, দেশে চরম ক্রান্তিকাল চলছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে প্রান্তিক জনগোষ্টীর পিঠ দেয়ালে ঠেকে গেছে। সরকার জনগণের কল্যাণে কিছু করতে না পারলেও জনদুর্ভোগ সৃষ্টি করছে। অবৈধভাবে ক্ষমতার মসনদ ঠিকে রাখতে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে। মানবতার কল্যাণে কাজ করার অপরাধে জামায়াতের উপর নির্যাতনের স্টীম রোলার চালাচ্ছে। সরকার জনগণের কল্যাণে কিছু করবেনা, আবার যারা জনগণের জন্য কাজ করবে তাদের বাধা দিবে। কোন বাধাই জামায়াতকে মানবিক কর্মকান্ড থেকে বিরত রাখতে পারবেনা। জামায়াত আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য মানবতার কল্যাণে কাজ করতে চায়। ভয়াবহ বন্যার ৮ মাস পেরিয়ে গেলেও জামায়াতের বন্যা পুনর্বাসন কাযক্রম, ক্ষতিগ্রস্থ ঘর নির্মাণ, সংস্কারের জন্য ঢেউটিন বিতরণ কাজ এখনো অব্যাহত রয়েছে। তাই যে কোন পরিস্থিতিতে জামায়াতের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। ইনশাআল্লাহ।
তিনি শনিবার সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে জালালাবাদ থানার ৩৮নং ওয়ার্ডের কুমারগাও ও চরুগাও এলাকায় বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্থ দুটি পরিবারের জন্য নির্মাণ করা পূর্ণাঙ্গ পৃথক বসতঘর ও ১০টি পরিবারের বসতঘর সংস্কারের জন্য ঢেউটিন বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। পৃথক অনুষ্ঠানে ২টি পরিবারকে নতুন বসতঘর হস্থান্তর ও ১০টি পরিবারের মাঝে ২৪ বান ঢেউটিন বিতরণ করা হয়।
জালালাবাদ থানা আমীর ক্বারী আলাউদ্দিনের সভাপতিত্বে ও ৩৮নং ওয়ার্ড জামায়াতের সভাপতি দুলাল আহমদের পরিচালনায় অনুষ্ঠিত পৃথক ঘর হস্থান্তর ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট আলেমে দ্বীন অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম মাদানী।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জালালাবাদ থানা জামায়াতের সেক্রেটারী মাওলানা জুনাইদ আল হাবীব, সমাজসেবী উবায়দুল হক শাহীন, সাবেক ছাত্রনেতা মামুন হোসাইন, কুমারগাঁও পঞ্চায়েত কমিটির সদস্য ও বিশিষ্ট মুরব্বি মাওলানা নুরুল ইসলাম, সাতগাঁও গ্রামের বিশিষ্ট মুরব্বী মু, সুরুজ মিয়া, মাসুক আহমদ, কুমারগাঁও মসজিদ কমিটির মোতাওয়াল্লি মু. হিরা মিয়া, টিওরবাড়ির বিশিষ্ট মুরব্বি জমির উদ্দিন, মুক্তিযুদ্ধা আবরু মিয়া, কুমারগাঁও উন্নয়ন যুব সংঘের সভাপতি মু. আলিউর রহমান আলী, সাতগাঁও গ্রামের বিশিষ্ট মুরব্বি মাসুক মিয়া, ৩৮নং ওয়ার্ডের সম্ভাব্য কমিশনার প্রার্থী বিলাল আহমদ, হায়দরপুরের বিশিষ্ট মুরব্বি মু. মুহিউদ্দী, চরু গাঁওয়ের বিশিষ্ট মুরব্বি আ: সাত্তার, মাষ্টার গোলজার আহমদ, কুমারগাঁওয়ের যুবনেতা শামসুল হক ও ছাত্রশিবির নেতা মইনুল ইসলাম প্রমূখ।