সম্প্রতি সিলেট নগরীর এয়ারপোর্ট এলাকায় বজ্রপাতজনিত কারণে সৃষ্ট আগুনে পুড়ে যাওয়া ৯টি দোকান ও সিএনজি অটোরিক্সা মালিকের পাশে দাঁড়িয়েছে সিলেট মহানগর জামায়াত। শনিবার বিকেলে সিলেট মহানগর জামায়াতের পক্ষ থেকে ৯ দোকান মালিককে দোকান মেরামতের জন্য ১ বান করে ৯ বান ঢেউটিন এবং ক্ষতিগ্রস্ত সিএনজি মালিককে নগদ ২০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। ক্ষতিগ্রস্ত ৯ দোকানদার ও ১ সিএনজি মালিকের মধ্যে ৫ জন সনাতন ধর্মাবলম্বী রয়েছেন।
এসময় বক্তব্য রাখেন, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, মহানগর নায়েবে আমীর মাওলানা সোহেল আহমদ, বিমানবন্দর থানা জামায়াতের সেক্রেটারী আব্দুল লতিফ ও সহকারী সেক্রেটারী ফরিদ আহমদ। উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মারুফ আহমদ, জামায়াত নেতা আহমেদুর রহমান হিনু, আব্দুস সালাম আজাদ ও মাওলানা নুরুজ্জামান প্রমূখ। এছাড়া স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণীপেশার জনপ্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ঢেউটিন ও আর্থিক অনুদান প্রদানকালে সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, জামায়াত একটি মানবতাবাদী সংগঠন। আমরা মানবতার কল্যাণ সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই। যে কোন দুর্যোগে জামায়াত মানবতার পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। ক্ষতিগ্রস্ত দোকানদার ও সিএনজি মালিক আমাদেরই ভাই। এক ভাইয়ের বিপদে অপর ভাইয়ের এগিয়ে আসা নৈতিক দায়িত্ব। জামায়াত ক্ষতিগ্রস্তরে সহযোগিতার সময় ধর্ম বর্ণ বিচার করেনা। বিপদগ্রস্ত মানুষের সাহায্যে সবার আগে এগিয়ে থাকে। সামর্থবানদের উচিত ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো। এতে সামাজিক বন্ধন সুদৃঢ় হয়।
উল্লেখ্য-গত সোমবার (১০ জুন) বজ্রপাতজনিত কারণে সৃষ্ট অগ্নিকাণ্ডে ৯টি দোকান ও ১ টি সিএনজি অটোরিক্সা পুড়ে যায়। এতে আরো ৩টি সিএনজি আংশিক ক্ষতিগ্রস্ত হয়। এই দুর্ঘটনায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ঘটনার দিন বিকেলে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরসহ সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ। তখন জামায়াতের পক্ষ ক্ষতিগ্রস্তদের সহমর্মিতা প্রদান করা হয় এবং সাধ্য অনুযায়ী পাশে থাকার ঘোষণা দেয়া হয়। সেই ঘোষণার আলোকে সিলেট মহানগর জামায়াতের পক্ষ থেকে ঘর মেরামতের জন্য ঢেউটিন ও সিএনজি মালিককে আর্থিক অনুদান দেয়া হয়।