জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, সাম্প্রতিক আকস্মিক বন্যায় নগরীর অধিকাংশ এলাকার মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছেন। ২০২২ সালের বন্যার ক্ষত শুকাতে না শুকাতেই ফের আকস্মিক বন্যা সাধারণ মানুষের জন্য মরার উপর খাঁড়ার ঘাঁ এর মতো। বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠী ও বস্তিবাসী মানুষ সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হয়েছেন। মজলুম কাফেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী সাধ্যের সবটুকু সামর্থ নিয়ে বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। কারণ বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানো করুণা নয় বরং নৈতিক দায়িত্ব।
তিনি মঙ্গলবার নগরীর বন্যা কবলিত ২৪নং ওয়ার্ডের তেররতন এলাকায় বন্যার্ত বস্তিবাসীর মাঝে উপহারস্বরুপ খাদ্য সামগ্রী বিতরণকলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
মহানগরীর শাহপরান পশ্চিম থানা আমীর শাহেদ আলীর সভাপতিত্বে ও সেক্রেটারী নজরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত খাদ্য সামগ্রী বিতরণ কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জামায়াত নেতা ওমর ফারুক ইমন, আব্দুল্লাহ আল মাসউদ, আবু হাসান ও মনোয়ার হোসেন প্রমূখ।
নেতৃবৃন্দ বলেন, সম্প্রতি সিলেটের ৫টি উপজেলার মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। জামায়াত শুরু থেকে বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। এরই মধ্যে কয়েক ঘন্টার ভারী বর্ষণে সিলেট নগরীর অধিকাংশ রাস্তাঘাট, বাসা-বাড়ী ও দোকানপাঠ তলিয়ে যায়। গভীর রাতে বর্ষণের কারণে অনেকেই তাদের প্রয়োজনীয় মালামাল সরাতে পারেন নি। ফলে বেশী ক্ষতিগ্রস্ত হয়েছেন। এমন পরিস্থিতিতে অনেক অসহায় হতদরিদ্র মানুষ ঘরে খাবার নেই। তাই দল-মত নির্বিশেষে মানবতার আহ্বানে সাড়া দিয়ে বন্যার্ত মানুষের সাহায্যে এগিয়ে আসতে হবে।