ভারত থেকে নেমে আসা পাহাড়ী ঢলে সৃষ্ট বন্যায় নতুন করে মহানগর এলাকায় হাজার হাজার মানুষ পান্দিবন্দী হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ। উদ্ভুত পরিস্থিতিতে বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষে সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ ও মনিটরিং সেল গঠন করা হয়েছে।
শনিবার রাতে মহানগর জামায়াতের এক জরুরী সভায় উক্ত মনিটরিং সেল গঠন করা হয়। জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরীর আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, মহানগর সহকারী সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব, ড. নুরুল ইসলাম বাবুল ও জাহেদুর রহমান চৌধুরী, জামায়াত নেতা মাওলানা আব্দুল মুকিত ও এডভোকেট জামিল আহমদ রাজু প্রমূখ।
সভায় নগরীর বর্তমান বন্যা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করে মনিটরিং সেল গঠনের সিদ্ধান্ত নেয়া হয়। এর আলোকে চলমান পরিস্থিতিতে এবং বন্যা পরবর্তী করণীয় নির্ধারণ করতে বিস্তারিত আলোচনা করা হয়। বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সামর্থবানদের প্রতি আহ্বান জানানো হয়।
সভাপতির বক্তব্যে সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, ইতোমধ্যে সিলেটের ৫টি উপজেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। জামায়াত শুরু থেকে সাধ্যের সবটুকু নিয়ে বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। কয়েকটি উপজেলায় পানি নেমে যাওয়ার সাথে ক্ষয়ক্ষতির ভয়াল চিত্র ভেসে উঠেছে। কিছু উপজেলা নতুন করে প্লাবিত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। অতীতের ন্যায় ভবিষ্যতেও জামায়াতের পক্ষ থেকে বন্যা পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করা হবে। নিজ নিজ অবস্থান থেকে বন্যার্ত ও বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের পুনর্বাসনে সামর্থ অনুযায়ী সবাইকে এগিয়ে আসতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় ক্ষতিগ্রস্থ মানুষের দুর্ভোগ কিছুটা হলেও লাঘব হবে। বিজ্ঞপ্তি