সাবেক ছাত্র নেতৃবৃন্দের সাথে সিলেট মহানগর জামায়াতের ইফতার মাহফিল ইসলামী আন্দোলনকে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছানো মুমিনদের প্রধান বৈশিষ্ট্য —মুহাম্মদ ফখরুল ইসলাম
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, ইসলাম শুধু একটি ধর্ম নয়, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। কুরআন নাযিলের মাস মাহে রমজানে রয়েছে বাস্তব জীবনে ইসলাম প্রতিষ্ঠার সুমহান শিক্ষা। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করা সকল মুমিনের দায়িত্ব ও কর্তব্য। ইসলামী আন্দোলনের কর্মীদের কোন অবসর নেই। কারণ আমরা মানবতার কল্যাণ সাধনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই। এ থেকে আমরা কোনভাবেই বিরত থাকতে পারিনা। বাংলাদেশের সবুজ ভূখন্ডে ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে সাবেক ছাত্রনেতৃবৃন্দকে অগ্রণী ভুমিকা পালন করতে হবে।
তিনি রোববার সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে সাবেক ছাত্র নেতৃবৃন্দদের নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভা ও ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। মহানগর সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মাওলানা হাবিবুর রহমান, সিলেট জেলা উত্তর জামায়াতের আমীর হাফিজ আনোয়ার হোসাইন খান, জেলা দক্ষিণ জামায়াতের নায়েবে আমীর ও সাবেক দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ।মতবিনিময় সভা ও ইফতার মাহফিলে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মহানগর নায়েবে আমীর মাওলানা সোহেল আহমদ, সহকারী সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব ও ড. নুরুল ইসলাম বাবুল, সাবেক ছাত্র নেতা এফ কে এম শাহজাহান, এডভোকেট জিয়াউদ্দিন নাদের ও সিলেট মহানগর ছাত্রশিবিরের সাবেক সভাপতি সিদ্দিক আহমদ প্রমূখ।
অনুষ্ঠানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের সাবেক দায়িত্বশীল ও ছাত্র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন