জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, ৭ জানুয়ারী নির্বাচনের নামে তামাশার দেখতে দেখতে জাতি অতিষ্ঠ। নিজ দলের প্রার্থী এবং জনবিচ্ছিন্ন দলছুট উচ্ছিষ্টভোগি কতিপয় দালাল রাজনীতিবিদদের ডামি প্রার্থী বানিয়ে সরকার নির্বাচনকে অংশগ্রহণমূলক দেখাতে চেয়েছিল তা ব্যর্থ হয়েছে। শেষ নির্বাচনী জনসভায় প্রমাণ হয়েছে সেখানে জনগণের কোন অংশগ্রহণ ছিলনা, সেগুলো সরকারদলের কর্মীসভা ছিল। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে এই পাতানো নির্বাচন মূলত রাষ্ট্রের হাজার কোটি টাকা লুটপাটের ষড়যন্ত্র। সেজন্য দলদাস নির্বাচন কমিশনকে একদিন জনতার আদালতে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। গণতন্ত্র হত্যার সাথে জড়িত দালাল ও সুবিধাভোগিদের জাতি কখনো ক্ষমা করবেনা।
তিনি বলেন, জামায়াতের আহ্বানে চলমান গণসংযোগে ভোট বর্জন গণআন্দোলনে রূপ নিয়েছে। বাকশালী সরকারের পাতানো নির্বাচন প্রত্যাখ্যান করতে সিলেটবাসী প্রস্তুত রয়েছে। ৭ জানুয়ারী সিলেটের কোন গণতন্ত্রকামী মানুষ ভোটকেন্দ্রে যাবেনা। সময় থাকতে নির্বাচনের নামে প্রহসন বন্ধ করতে হবে। নিরপেক্ষ সরকার পুনবর্হাল ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ জাতীয় নেতৃবৃন্দের মুক্তি দিয়ে সকল দলের অংশগ্রহণে জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশকে গভীর সংকট থেকে জাতিকে মুক্তি দিতে হবে।
তিনি শুক্রবার সকালে জামায়াত কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে নগরীর সোবহানীঘাট এলাকায় বিক্ষোভ মিছিল, গণসংযোগ ও লিফলেট বিতরণকালে উপরোক্ত কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের নায়েবে আমীর মাওলানা সোহেল আহমদ, সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী, সহকারী সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব, জামায়াত নেতা আজিজুল ইসলাম প্রমূখ।
এছাড়া শুক্রবার নগরীর বিভিন্ন থানার উদ্যোগে পৃথক স্থানে বিক্ষোভ মিছিল, গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়