সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ বলেছেন, হামলা-মামলা, গ্রেফতার-নির্যাতন চালিয়ে চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন দমিয়ে রাখা যাবেনা। টানা ৪৮ ঘন্টা স্বতস্ফূর্ত অবরোধ পালনের মাধ্যমে দেশবাসী ফ্যাসিস্ট সরকারকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। জনমতের প্রতি সরকারের ন্যুনতম শ্রদ্ধাবোধ থাকলে নিরপেক্ষ কেয়ারটেকার সরকার ব্যবস্থা পূণর্বহাল করে আওয়ামী বাকশালী সরকার পদত্যাগ করবে। এদেশে আর কোন পাতানো নির্বাচনের স্বপ্ন পূরণ হবেনা। অবিলম্বে নিরপেক্ষ কেয়ারটেকার সরকার পুনর্বহাল, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমনাসহ কারান্তরীণ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। অন্যথায় আরো কঠোর কর্মসূচীর মাধ্যমে বাকশালী সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে।
সোমবার জামায়াত কেন্দ্র আহুত টানা ২ দিনের অবরোধের ২য় দিনে নগরীর মিরাবাজার, পাঠানটুলা, শাহপরান ও দক্ষিণ সুরমার কদমতলী পয়েন্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পিকেটিং, মিছিল করেছে সিলেট মহানগর জামায়াত। পৃথক মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা উপরোক্ত কথা বলেন। মহানগর জামায়াতের সাংগঠনিক সকল থানার উদ্যোগে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে পিকেটিং ও মিছিল বের করা হয়।
সোমবার সকালে নগরীর মিরাবাজার এলাকায় অনুষ্ঠিত পিকেটিং মিছিলে অংশ নেন, সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী, সহকারী সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগরী সভাপতি সিদ্দিক আহমদ প্রমূখ।
দক্ষিণ সুরমার কদমতলী এলাকায় অনুষ্ঠিত পিকেটিং ও মিছিলে দক্ষিণ সুরমা থানা আমীর মাওলানা মুজিবুর রহমান ও সেক্রেটারী ফয়জুল ইসলাম জায়গীরদার সহ থানা জামায়াতের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
মহানগরীর শাহপরান পশ্চিম থানা জামায়াতের উদ্যোগে সকালে অবরোধ চলাকালে সিলেট-তামাবিল মহাসড়কে অনুষ্ঠিত পিকেটিং ও মিছিলে উপস্থিত ছিলেন থানা সেক্রেটারী মাওয়ালানা ফয়জুর রহমান ও জামায়াত নেতা মঞ্জুর রহমান মঞ্জু।
এছাড়াও সোমবার সকাল থেকে দিনভর মহানগরীর সকল থানা শাখার উদ্যোগে স্ব স্ব এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্টে পিকেটিং ও মিছিল অনুষ্ঠিত হয়।
নেতৃবৃন্দ বলেন, গণতন্ত্রের বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত দেশপ্রেমিক জনতার চলমান আন্দোলন চলবে। অবিলম্বে নিরপেক্ষ কেয়ারটেকার সরকার পুনর্বহাল, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমনাসহ কারান্তরীণ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। সকল দলের অংশগ্রহণে অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে নিরপেক্ষ কেয়ারটেকার সরকারের বিকল্প নেই।