সিলেট নগরীর এয়ারপোর্ট এলাকায় সোমবার সকালে বজ্রপাতজনিত কারণে সৃষ্ট আগুনে পুড়ে যাওয়া দোকান ও সিএনজি অটোরিক্সার দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরসহ সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ।
সোমবার রাতে নগরীর এয়ারপোর্ট রোডের লাক্কাতুরা বাজার সংলগ্ন এলাকায় গিয়ে দুর্ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সহমর্মিতা প্রদান করেন তিনি। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, সিলেট অঞ্চল টীম সদস্য হাফিজ আব্দুল হাই হারুন, বিমানবন্দর থানা জামায়াতের আমীর শফিকুল আলম মফিকসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।
উল্লেখ্য- সোমবারের বজ্রপাতজনিত কারণে সৃষ্ট অগ্নিকাণ্ডে লাক্কাতুরা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন এলাকায় ৯টি দোকান ও ৪টি সিএনজি অটোরিক্সা পুড়ে যায়। এতে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
পরিদর্শনকালে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, বিপদ মুসিবত সব আল্লাহর পক্ষ থেকেই আসে। তাই যে কোন বিপদে সর্বোচ্চ ধৈর্য্য ধারণ ও সবর করতে হবে। একই সাথে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সাহায্যে সরকারসহ সামর্থবানদের এগিয়ে আসতে হবে। বাংলাদেশের সবুজ ভুখন্ডে ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণের প্রত্যয়দীপ্ত মজলুম কাফেলা জামায়াতে ইসলামী যে কোন দুর্যোগে মানবতার পাশে ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে। কারণ জামায়াত মানবতার কল্যাণ সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়। এক ভাইয়ের বিপদে অন্য ভাইয়ের এগিয়ে আসাকে নৈতিক দায়িত্ব মনে করে। জামায়াতের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ভাইদেরকে সাধ্যমত সহযোগিতা করা হবে বলে আশ^স্ত করেন তিনি।