জামায়াতের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর সাবেক এমপি অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান বলেছেন, সাম্প্রতিক আকস্মিক বন্যায় সিলেট জেলার ৭টি উপজেলার পাশাপাশি মহানগর এলাকার বাসিন্দারাও ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই বন্যার ক্ষতি পুষিয়ে দেয়া সরকার, কোন মানুষ কিংবা সংগঠনের দ্বারা সম্ভব নয়। মুসিবত আল্লাহর পক্ষ থেকে এসেছে, আল্লাহ পাক রাব্বুল আল আমীন বন্যার বিশাল ক্ষতি কাটিয়ে তুলতে পারেন। এক্ষেত্রে এক ভাইয়ের বিপদে অপর ভাইয়ের এগিয়ে আসতে হবে। আমরা মজলুম। দীর্ঘ ১৫ বছরেরও বেশী সময় ধরে আমাদের উপর ইতিহাসের বর্বরতম নির্যাতনে স্টীম রোলার চালানো হচ্ছে। আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে শহীদ করা হয়েছে। কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বন্দী করে রাখা হয়েছে। উদ্দেশ্য একটাই মানুষের কাছ থেকে আমাদের দুরে রাখা। কিন্তু আমরা মানবতার কল্যাণ সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে জান্নাতে যেতে চাই। জুলুম নিপীড়ন চালিয়ে আমাদেরকে মানবতার কল্যাণে কাজ করা থেকে বিরত রাখা যাবেনা। আমরা জেনে শুনেই দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে শামিল হয়েছি। সীমাহীন জুলুম স্বত্তেও জামায়াত যে কোন দুর্যোগের দেশে যে কোন প্রান্তে মানবতার কল্যাণে পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। ইনশাআল্লাহ।
তিনি বৃহস্পতিবার সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে দক্ষিণ সুরমা থানার ২৬নং ওয়ার্ডের সাধুরবাজার এলাকায় ও ২৮নং মজিদপুর মকন দোকান এলাকায় বন্যার্ত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। দক্ষিণ সুরমা থানা আমীর মাওলানা মুজিবুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী ফয়জুল ইসলাম জায়গীরদারের পরিচালনায় অনুষ্ঠিত খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট মহানগরী নায়েবে আমীর মাওলানা সোহেল আহমদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, থানা জামায়াতের সহকারী সেক্রেটারী কাজী জাফর আহমদ, অফিস সম্পাদক এডভোকেট নাজমুল হুদা, জামায়াত নেতা আবুল লেইছ, ২৬নং ওয়ার্ড সভাপতি আব্দুল ওয়াদুদ, ২৮নং ওয়ার্ডের সহ-সভাপতি সোহেল রানা, জামায়াত নেতা জাবেদ আহমদ প্রমূখ। এছাড়া খাদ্য সামগ্রী বিতরণকালে এলাকার মুরব্বায়ীনসহ ও বিভিন্ন শ্রেনী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ বলেন, সাম্প্রতিক বন্যায় বৃহত্তর সিলেটের সকল শ্রেণীপেশার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিভিন্ন সংগঠন, প্রতিষ্ঠানের পক্ষ থেকে অনেকেই বন্যার্তদের সহযোগিতায় এগিয়ে এসেছেন। এরপরও অনেক শ্রেণীপেশার মানুষ রয়েছেন যারা লোকলজ্জার কারণে সহায়তা থেকে বঞ্চিত হয়েছেন। মজলুম সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামী এধরনের মানুষের পাশে সাধ্যমত সহযোগিতা নিয়ে পাশে দাঁড়িয়েছে। সামর্থ্য অনুযায়ী স্ব স্ব অবস্থান থেকে সবাইকে বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যে এগিয়ে আসা উচিত।