জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, ডামি সরকারের নিস্ক্রিয়তায় নগরীর পানিবন্দী মানুষের দুঃখ দুর্দশা বহুগুণ বেড়েছে। কয়েক ঘন্টার বৃষ্টিতে আকস্মিক বন্যায় নগরের মানুষ বার বার ক্ষতিগ্রস্ত হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর উদ্যোগ নিতে ব্যর্থ হয়েছে। চলমান বন্যায় নগরীর হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন ব্যক্তি ও সংগঠন ত্রাণ নিয়ে তৎপর হলেও সরকারী সাহায্য চোখে পড়ছেনা। জামায়াত মানবতার কল্যান সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়। শত জুলুম ও নিপীড়ন স্বত্তেও জামায়াত তার কাঙ্খিত লক্ষ্য থেকে বিচ্যুত হয়নি। বন্যার এই ক্ষত বেশীদিন থাকবেনা, কিন্তু এর রেশ দীর্ঘদিন বয়ে বেড়াতে হবে বন্যার্তদের। তাই বিপদের সময়ে একে অপরের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব।
তিনি বুধবার সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে নগরীর ১১নং ওয়ার্ডের লালাদিঘীরপার এলাকায় বন্যার্তদের মাঝে উপহার স্বরুপ খাদ্য সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। কোতোয়ালী পশ্চিম থানা সেক্রেটারী পারভেজ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত খাদ্যসামগ্রী বিতরণকালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর মাওলানা সোহেল আহমদ ও মহানগর জামায়াত নেতা মাওলানা আব্দুল মুকিত। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জামায়াত নেতা ইফতেখার আহমদ ও আব্দুল আলিম প্রমূখ।
নেতৃবৃন্দ বলেন, এমনিতেই দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে এমনিতেই জনজীবন অতীষ্ঠ। এরমধ্যে বন্যায় সিলেট নগরীর বন্যা কবলিম মানুষের দুঃখ দুর্দশা বেড়েছে। সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত ত্রাণ তৎপরতা না থাকায় বন্যার্ত মানুষের কষ্ট আরো বাড়ছে। সিলেটের বন্যার্ত মানুষের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবী জানাচ্ছি। একই সাথে সামর্থবানদের সাধ্যমত এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। অতীতের মতো যেকোন দুর্যোগে জামায়াতের সহযোগিতা অব্যাহত থাকবে। ইনশাআল্লাহ।