ভারী বর্ষণে সিলেট নগরীর ৩৫নং ওয়ার্ডের মেজরটিলা চামেলীবাগ এলাকায় ভয়াবহ ভুমিধ্বসের ঘটনায় শিশুসহ ৩ জন নিহত হয়েছেন। ভুমিধ্বসের খবর শুনেই সোমবার সকালে সিলেট মহানগর জামায়াতের প্রতিনিধি দল ঘটনাস্থলে ছুটে যান।
মহানগর জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলীর নেতৃত্বে শাহপরান থানা নেতৃবৃন্দসহ জামায়াতের প্রতিনিধি দল দুর্ঘটনাস্থল পরিদর্শন করে। এসময় জামায়াত নেতৃবৃন্দ, মর্মান্তিক ঘটনায় নিহতদের পরিবারের সমবেদনা জানান, শান্তনা প্রদান করেন ও মৃতদের রুহের মাগফেরাত কামনা করেন। সকাল থেকে স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ- উদ্ধারকাজে বিভিন্নভাবে সহযোগিতা করেন। এছাড়া জামায়াতের পক্ষ থেকে উদ্ধারকাজে নিয়োজিত ব্যক্তিদের মাঝে শুকনো খাবার ও পানি সরবরাহ করা হয়।
পরিদর্শনকালে মহানগর জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী বলেন, ভুমিধ্বসে একটি পরিবারের ৩ জনের মৃত্যুর ঘটনাটি খুবই হৃদয় বিদারক। ভারী বর্ষণের কারণে পাহার ধ্বসের ঝুঁকি থাকলেও প্রশাসনের পক্ষ থেকে আগে থেকে কার্যকর কোন ভুমিকা পালন করা হয়নি। পাহাড়ের উপর ও নিচ থেকে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের দ্রুত স্থানান্তর এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য সরকারের কাছে জোর দাবী জানান তারা।