সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর মাওলানা সোহেল আহমদ বলেছেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো সামর্থবানদের নৈতিক দায়িত্ব এবং ইসলামী আন্দোলনের কর্মীদের ঈমানী দায়িত্ব। জামায়াতে ইসলামী এদেশের মানুষের দুঃখ দুর্দশার মুহূর্তে সবসময় পাশে থাকে এবং সাধ্য অনুযায়ী সহযোগিতা করে থাকে। ইসলামী সমাজ প্রতিষ্ঠা হলে সকল মানুষ সুযোগ-সুবিধা লাভ করবে। বেশি লাভবান হবে হতদরিদ্র মানুষগুলো। বিপদের ধৈর্য্য হারা না হয়ে আল্লাহর উপর ভরসা করতে হবে। আল্লাহ প্রদত্ত সকল বিপদ মুসিবত থেকে সুরক্ষার জন্য আল্লাহর কাছে ধরনা দিতে হবে।
তিনি মঙ্গলবার সিলেট মহানগরীর কোতোয়ালী পূর্ব থানা জামায়াতের উদ্যোগে নগরীর মিরাবাজার এলাকায় শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে ঘর মেরামতের জন্য ঢেউটিন বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
থানা নায়েবে আমীর নজরুল ইসলাম সোয়েবের সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারী আব্দুল মোতালেবের পরিচালনায় অনুষ্ঠিত ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জামায়াত নেতা আব্দুস শহীদ জোয়ারদার, ইলিয়াস আলী তালুকদার, জাহাঙ্গীর আলম ও শাহীন উদ্দিন প্রমুখ।