সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ বলেছেন, আওয়ামী বাকশালী সরকার একটা ফ্যাসিস্ট নির্লজ্জ সরকার। তাদেরকে অবৈধ ক্ষমতার মসনদ ছাড়তেই হবে। ৭ জানুয়ারীর ভোটারবিহীন নির্বাচন বর্জনের মাধ্যমে জনগণ বাকশালী সরকারের প্রতি তাদের ঘৃণার বহিঃপ্রকাশ ঘটিয়েছে। নির্বাচন কমিশন ও রাষ্ট্রযন্ত্রকে দলীয় লাঠিয়াল বাহিনীর মত ব্যবহার করে সরকার দেশের নির্বাচনী ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। আবারো প্রমাণ হয়েছে নিরপেক্ষ কেয়ারটেকার সরকার ছাড়া দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন কল্পনা করা যায়না।
তারা বলেন, ২ থেকে ৩ শতাংশ ভোটকে ৪০ শতাংশ দেখিয়ে নির্বাচন কমিশন বাকশালী সরকারের ভোটচুরিকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গেছে। সরকার মিডিয়াকে নিয়ন্ত্রণ করে ভোটচুরির দৃশ্য আড়াল করার চেষ্টা করলেও সামাজিক যোগাযোগ মাধ্যম সরকারের ভোটচুরির মুখোশ উন্মোচন করে দিয়েছে। তামাশার নির্বাচন বাতিল করে নিরপেক্ষ কেয়ারটেকার সরকার পুনর্বহাল ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ জাতীয় নেতৃবৃন্দকে মুক্তি দিতে হবে।
বুধবার বিকেলে জামায়াত কেন্দ্রঘোষিত গণসংযোগ কর্মসূচীর অংশ হিসেবে প্রহসনের দ্বাদশ নির্বাচন বাতিল ও কেয়ারটেকার সরকারের অধিনে নতুন নির্বাচনের দাবিতে সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে নগরীর জিন্দাবাজার এলাকায় লিফলেট বিতরণকালে নেতৃবৃন্দ উপরোক্ত কথা বলেন। এসময় সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলীর নেতৃত্বে লিফলেট বিতরণকালে নগর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ বলেন, ৭ জানুয়ারীর তামাশার নির্বাচনের সাথে দেশের জনগণের কোন সম্পৃক্ততা ছিলনা। সরকার ও নির্বাচন কমিশন মিলে কিছু প্রার্থী ঠিক করেছে। আর চক অনুযায়ী তাদেরকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। এতে রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা নষ্ট করা হয়েছে। এর জবাব ফ্যাসিস্ট সরকার ও ভোট ব্যবস্থা বিধ্বংসী নির্বাচন কমিশনকে দিতেই হবে।