জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, জাতির ঘাড়ে জগদ্দল পাথরের ন্যায় চেপে বসে থাকা জালিম সরকারের অত্যাচার নির্যাতনে অতিষ্ঠ জাতি মুক্তির অপেক্ষায় প্রহর গুণছে। এভাবে কোন দেশ ও রাষ্ট্র চলতে পারেনা। আদর্শিক মোকাবেলায় ব্যর্থ হয়ে বিরোধী মতের নেতাকর্মীদের হত্যা, খুন, গুম, গ্রেফতার-নির্যাতনের স্টীম রোলার চালানো হচ্ছে। ইতিহাস স্বাক্ষী কোন স্বৈরাচারী সরকারের শেষ পরিনতি ভালো হয়নি। জালিম সরকারকেও চরম মূল্য দিতে হবে। জালিমের জুলুম থেকে রক্ষার জন্য আল্লাহর কাছে বেশী করে দোয়া চাইতে হবে।
তিনি শুক্রবার জামায়াত কেন্দ্র ঘোষিত দোয়া দিবসের কর্মসূচীর অংশ হিসেবে সিলেট মহানগরীর কোতোয়ালী পশ্চিম থানা জামায়াত আয়োজিত দোয়া মাহফিলে উপরোক্ত কথা বলেন। এদিকে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মহানগরীর কোতোয়ালী পূর্ব, কোতোয়ালী পশ্চিম, শাহপরান পূর্ব, শাহপরান পশ্চিম, জালালাবাদ, বিমানন্দর ও দক্ষিণ সুরমা থানা শাখার উদ্যোগে পৃথক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে নিহতদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমাসহ কারান্তরীণ জাতীয় নেতৃবৃন্দ ও আলেম-উলামাদের মুক্তি, জালিম সরকারের হাত থেকে মজলুম জনতার মুক্তি ও অসহায় ফিলিস্তিনিদের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
কোতোয়ালী পশ্চিম থানা জামায়াত আয়োজিত দোয়া মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম। কোতোয়ালী পূর্ব থানার দোয়া মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর নায়েবে আমীর মাওলানা সোহেল আহমদ। শাহপরান পশ্চিম থানার দোয়া মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী এবং শাহপরান পূর্ব থানার দোয়া মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট মোহাম্মদ আব্দুর রব। শুক্রবার নগরীর বিভিন্ন মসজিদে জুমআ’র নামাজের পর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে মহানগীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।