জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, পাতানো নির্বাচনের মাধ্যমে পুনরায় ক্ষমতায় যাওয়ার নতুন আর কোন ষড়যন্ত্র জাতি সফল হতে দিবেনা। আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ জাতীয় নেতৃবৃন্দকে কারাগারে আটকে রেখে, শান্তিপূর্ণ কর্মসূচীতে হামলা ও গণগ্রেফতার চালিয়ে ফ্যাসিস্ট সরকারের শেষ রক্ষা হবেনা। নিরপেক্ষ কেয়ারটেকার পুনর্বহাল করে ফ্যাসিস্ট আওয়ামী সরকার যত দ্রুত বিদায় নিবে ততই দেশ জাতি ও আওয়ামী লীগের জন্য মঙ্গলজনক হবে। অন্যথায় ফ্যাসিস্ট সরকারকে লজ্জাজনক পরিনতি বরণ করতে হবে।
তিনি রোববার সকালে জামায়াত কেন্দ্র আহুত শান্তিপূর্ণ হরতাল কর্মসূচী চলাকালে সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে নগরীর মিরাবাজার এলাকায় পিকেটিং ও মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে উপরোক্ত কথা বলেন। মহানগর জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠিত মিছিলে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব, জামায়াত নেতা শামীম আহমদ, রফিকুল ইসলাম ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগরী সভাপতি সিদ্দিক আহমদ প্রমূখ।
এদিকে রোববার সকাল থেকে সরকারের পদত্যাগ, ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে আওয়ামী লীগ ও পুলিশের হামলা এবং আমীরে জামায়াত সহ জাতীয় নেতৃন্দের মুক্তির দাবীতে রোববারের হরতাল চলাকালে নগরীর বিভিন্ন পয়েন্টে পিকেটিং ও মিছিল সমাবেশ করেছে মহানগর জামায়াত।
নগরীর মিরাবাজার, শিবগঞ্জ, পাঠানটুলা, দক্ষিণ সুরমা ও শাহপরান গেইট এলাকায় জামায়াতের উদ্যোগে পিকেটিং করা হয়।
নগরীর পৃথক স্থানে পিকেটিং ও মিছিল চলাকালে বক্তারা বলেন- বাকশালী সরকার গণদাবীকে উপেক্ষা করে ফের একতরফা ভোটারবিহীন নির্বাচনের ষড়যন্ত্র করছে। ২৮ অক্টোবর জামায়াতের শান্তিপূর্ণ মহাসমাবেশ বানচাল করতে সিলেটসহ দেশব্যাপী জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ৩ শতাধিক নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেফতার করেছে। পল্টনে বিএনপির মহাসমাবেশে পুলিশ ও আওয়ামী লীগ যৌথ হামলা চালিয়ে দেশকে সংঘাতময় পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে। এর পরিনতি ভালো হবেনা। সময় থাকতে শুভবুদ্ধির উদয় না হলে সরকারকে চড়া মূল্য দিতে হবে। অবিলম্বে অন্যায়ভাবে আটক আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান, সেক্রেটারী জেনারেলসহ শীর্ষ নেতৃবৃন্দসহ গ্রেফতারকৃত সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। নিরপেক্ষ কেয়ারটেকার সরকার পূনর্বহাল করে সেই সরকারের হাতে ক্ষমতা হস্থান্তর করে ফ্যাসিস্ট সরকারকে পদত্যাগ করতে হবে। কারণ নিরপেক্ষ কেয়ারটেকার সরকার ছাড়া দেশে আর কোন পাতানো নির্বাচনের ফ্যাসিবাদী স্বপ্ন জনগণ পূরণ হতে দিবে না।