বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে কোনকালেই সহজ ছিলনা। জুলুম নিপীড়ন ও শাহাদাতের সিড়ি বেয়েই ইসলামের বিজয় নিশ্চিত হয়েছে। বাংলাদেশের সবুজ ভূখন্ডে ইসলাম ও ইসলামী আন্দোলন নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। আমাদের দায়িত্বশীলগণ হাসিমুখে শাহাদাতকে বরণ করে নিয়েছেন। দুনিয়ার কোন শক্তির মোহ তাদের আল্লাহর দ্বীন থেকে ফেরাতে পারেনি। ইসলামী আন্দোলনের কর্মীদেরকে আল্লাহর সন্তুষ্টি অর্জনকে সর্বাগ্রে গুরুত্ব দিতে হবে। নিজেকে পরিপূর্ণ মুত্তাকি ও আদর্শবান সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
তিনি বলেন, আমরা সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই। আমরা কুরআন হাদীসের আলোকে একটি সমৃদ্ধ সমাজ গঠন করতে চাই। এই অপরাধেই আমাদের উপর জুলুম করা হচ্ছে। ইতিহাস স্বাক্ষী জুলুম নিপীড়ণকারী কোন শাসকের শেষ পরিনতি ভালো হয়নি। আর মজলুমরা সারাজীবন জুলুমের শিকার হবেনা। আজকের ক্ষমতাসীন ফ্যাসিস্ট সরকারকেও বিদায় শীঘ্রই বিদায় নিতে হবে। নিরপেক্ষ কেয়ারটেকার সরকার পুনবর্হাল করে ক্ষমতাসীন সরকার যত তাড়াতাড়ি বিদায় নিবে ততই দেশ জাতির জন্য মঙ্গলজনক হবে। নিরপেক্ষ কেয়ারকেটার সরকার ছাড়া দেশে আর কোন পাতানো নির্বাচন জাতি মেনে নিবেনা। আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান, সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ারসহ কারান্তরীণ সকল আলেম উলামা ও রাজবন্দীদের অবিলম্বে মুক্তি দিতে হবে।
তিনি মঙ্গলবার রাতে সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে আয়োজিত সহযোগি সদস্য সম্মেলনে ভার্চুয়ালী প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে ভার্চুয়ালী বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও সিলেট জেলা দক্ষিণের সাবেক আমীর মাওলানা হাবিবুর রহমান, সিলেট মহানগর নায়েবে আমীর মাওলানা সোহেল আহমদ, সহকারী সেক্রেটারী ড. নূরুল ইসলাম বাবুল ও জামায়াত নেতা মুফতী আলী হায়দার প্রমূখ।
সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, দেশ জাতি আজ চরম ক্রান্তিকাল অতিবাহিত করছে। জাতির এই ক্রান্তিলগ্নে জামায়াতে ইসলামীর সর্বস্তরের জনশক্তিকে অতন্দ্র প্রহরীর ভুমিকা পালন করতে হবে। ফ্যাসিস্ট সরকার আবারো পাতানো নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা দখলের ষড়যন্ত্র করছে। আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান, সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার সহ জাতীয় নেতৃবৃন্দকে অন্যায়ভাবে কারাগারে আটকে রেখেছে। জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের গণগ্রেফতার ও নির্যাতন চালাচ্ছে। কোন ষড়যন্ত্রই ফ্যাসিস্ট সরকারের গদি রক্ষা করতে পারবেনা। অবিলম্বে আমীরে জামায়াতসহ কারান্তরীণ সকল নেতৃবৃন্দকে নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং নিরপেক্ষ কেয়ারটেকার সরকার ব্যবস্থা পূনর্বহাল করে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে।