জামায়াত কেন্দ্র ঘোষিত রোববারের সকাল-সন্ধ্যা হরতাল সিলেটে শান্তিপূর্ণ ও সর্বাত্মকভাবে পালন করার জন্য সিলেটবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ। একই সাথে শাপলা চত্তরের সমাবেশকে কেন্দ্র কের দেশব্যাপী গ্রেফতারকৃত ৩ শতাধিক নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবী জানান তারা।
শনিবার রাতে এক বিবৃতিতে সিলেট মহানগরের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, নায়েবে আমীর মাওলানা সোহেল আহমদ ও সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী বলেন, অবিলম্বে সরকারের পদত্যাগ, নিরপেক্ষ কেয়ারটেকার সরকারের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, বিএনপির মহাসমাবেশে আওয়ামী লীগ ও পুলিশের হামলা, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ নেতাকর্মীদের অন্যায়ভাবে কারাগারে আটকে রাখা এবং জামায়াত ঘোষিত ২৮ অক্টোবরের মহাসমাবেশে পুলিশের বাধাদান ও মহাসমাবেশে যোগ দিতে আসা নেতাকর্মীদের অন্যায়ভাবে গ্রেফতারের প্রতিবাদে জামায়াতের পক্ষ থেকে রোববার হরতাল কর্মসূচী ঘোষণা করা হয়েছে। সারাদেশের ন্যায় রোববার সিলেটেও শান্তিপূর্ণ সকাল-সন্ধ্যা হরতাল সর্বাত্মকভাবে সফল করার জন্য সিলেটবাসীর প্রতি আহ্বান জানান তারা।
উল্লেখ্য, হাসপাতাল, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, সংবাদপত্রের সাথে সংশ্লিষ্ট গাড়ি এবং ঔষধের দোকান হরতালের আওতামুক্ত থাকবে। বিজ্ঞপ্তি