সিলেটের দক্ষিণ সুরমায় অবরোধ চলাকালে পুলিশী হেফাজতে যুবদল নেতা দিলু আহমদ জিলুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা। একই সাথে পুলিশী হেফাজতে যুবদল নেতাকে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এই ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবী জানান তারা।
এক বিবৃতিতে সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, নায়েবে আমীর মাওলানা সোহেল আহমদ ও সেক্রেটীর মোহাম্মদ শাহজাহান আলী বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের অংশ হিসেবে দেশব্যাপী শান্তিপূর্ণ অবরোধ চলাকালে প্রশাসন সরকারের লাঠিয়াল বাহিনীর মতো আচরণ করছে। আন্দোলনকে বাধাগ্রস্থ করতে সরকার গণগ্রেফতার, হামলা-মামলা, খুনের হিসাত্মক রাজনীতি শুরু করেছে। এরই অংশ হিসেবে মঙ্গলবার সকালে অবরোধ চলাকালে যুবদল নেতা জিলুুকে বহনকারী মোটরসাইকেলকে পুলিশ ধাওয়া করে। গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে যায়। এরপর তারা মৃত্যুর খবর পাওয়া যায়। যা সুস্পষ্ট হত্যাকান্ড। আমরা এই ধরনের হত্যাকান্ডের তীব্র নিন্দা জানাচ্ছি। এর সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবী জানাচ্ছি। হামলা-মামলা, গ্রেফতার-নির্যাতন খুন-গুম করে চলমান আন্দোলন দমিয়ে রাখা যাবেনা। বিজ্ঞপ্তি