জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, আওয়ামী দুঃশাসনে অতিষ্ঠ জাতি ফ্যাসিবাদ থেকে মুক্তি পেতে চায়। গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে জামায়াত আহুত টানা ৩ দিনের অবরোধ কর্মসূচীর ১ম দিন শান্তির্পর্ণভাবে নজিরবিহীন অবরোধ পালনের মাধ্যমে জাতি ফ্যাসিবাদকে প্রত্যাখ্যান করেছে। দেশে আর কোন পাতানো নির্বাচন ও একদলীয় বাকশালী নির্বাচন জাতি মেনে নিবে না। আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ কারান্তরীণ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। নিরপেক্ষ কেয়ারটেকার সরকার ব্যবস্থা পুনর্বহাল করে ক্ষমতাসীন ফ্যাসিস্ট সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে। বুধবার ও বৃহস্পতিবারও শান্তিপূর্ণ অবরোধ পালন করে ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সিলেটবাসীকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।
তিনি মঙ্গলবার সকালে জামায়াত কেন্দ্র আহুত টানা ৩ দিনের অবরোধ কর্মসূচীর ১ম দিনে শান্তিপূর্ণ অবরোধ চলাকালে সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন কদমতলী পয়েন্টে মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে উপরোক্ত কথা বলেন। মহানগর জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠিত মিছিলে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মহানগর জামায়াতের নায়েবে আমীর মাওলানা সোহেল আহমদ, জামায়াত নেতা মাওলানা মুজিবুর রহমান ও ফয়জুল ইসলাম জায়গীরদার প্রমূখ।
এদিকে মঙ্গলবার সকাল থেকে সরকারের পদত্যাগ, ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে আওয়ামী লীগ ও পুলিশের হামলা এবং আমীরে জামায়াত সহ জাতীয় নেতৃন্দের মুক্তির দাবীতে অবরোধ চলাকালে নগরীর বিভিন্ন পয়েন্টে পিকেটিং ও মিছিল সমাবেশ করেছে মহানগর জামায়াত। সকাল থেকে নগরীর দক্ষিণ সুরমা, পাঠানটুলা, টুকেরবাজার, সুবিদ বাজার, শিবগঞ্জসহ বিভিন্ন এলাকায়ে জামায়াতের উদ্যোগে মিছিল ও পিকেটিং করা হয়।
পৃথক মিছিলে বক্তারা বলেন- গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠায় দেশের মানুষ আজ ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে এসেছে। নিরপেক্ষ কেয়ারটেকার সরকার পুনর্বহাল ও আমীরে জামায়াতসহ জাতীয় নেতৃবৃন্দকে কারাগারে রেখে দেশে একতরফা নির্বাচনের কোন স্বপ্ন জাতি পূরণ হতে দিবেনা। অবিলম্বে অন্যায়ভাবে আটক আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান, সেক্রেটারী জেনারেলসহ শীর্ষ নেতৃবৃন্দসহ গ্রেফতারকৃত সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দিন ও দেশব্যাপী গণগ্রেফতার বন্ধ করুন। জনমতের প্রতি ন্যুনতম শ্রদ্ধা থাকলে পদত্যাগ করুন। অন্যথায় পালানোর পথও খুজে পাবেন না।