সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ বলেছেন, চলমান গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে দমিয়ে রাখতে সরকার ফের দমন-পীড়নের নিষ্ঠুরতায় মেতে উঠেছে। হামলা-মামলা চালিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন দমিয়ে রাখা যাবেনা। ভোটাধিকার প্রতিষ্ঠার চলমান আন্দোলনে ২য় দিনও শান্তিপূর্ণ অবরোধ পালনের মাধ্যমে দেশবাসী এই সরকারকে আবারো ঘৃণাভরে প্রত্যাখ্যাণ করেছে। গণতন্ত্রের প্রতি ন্যূনতম শ্রদ্ধাবোধ থাকলে এই সরকারের এখনই পদত্যাগ করা উচিত। অন্যথায় দেশপ্রেমিক জনতার কঠোর আন্দোলনে এই সরকারকে বিদায় করা হবে।
তারা বলেন, পাতানো নির্বাচনের স্বপ্ন দেখে লাভ নেই। নিরপেক্ষ কেয়ারটেকার সরকার পুনর্বহাল করে দ্রুত পদত্যাগ করুন ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমনাসহ কারান্তরীণ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দিন। অন্যথায় আওয়ামী বাকশালীদের জন্য ইতিহাসের লজ্জাজনক পতন অপেক্ষা করছে।
বুধবার সকালে জামায়াত কেন্দ্র আহুত টানা ৩ দিনের অবরোধ কর্মসূচীর ২য় দিনে শান্তিপূর্ণ অবরোধ চলাকালে সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে নগরীর বন্দরবাজার এলাকায় মিছিল বের করা হয়। মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা উপরোক্ত কথা বলেন। মহানগর জামায়াতের নায়েবে আমীর মাওলানা সোহেল আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠিত মিছিলে মহানগরীর বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এছাড়া বুধবার সকাল থেকে নগরীর বিভিন্ন পয়েন্টে জামায়াতের পক্ষ থেকে পিকেটিং ও মিছিল বের করা হয়।
পৃথক মিছিলে বক্তারা বলেন- গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠায় দেশের মানুষ আজ ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে এসেছে। চূড়ান্ত বিজয় ছাড়া বিক্ষুব্ধ জনতার এই আন্দোলন কোনভাবেই বন্ধ হবেনা।