কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে, নিরপেক্ষ কেয়ারটেকার সরকার ব্যবস্থা পুনর্বহাল, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ জাতীয় নেতৃবৃন্দের মুক্তি ও নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট মহানগরীর জালালাবাদ থানা জামায়াত। বৃহস্পতিবার বিকেলে নগরীর সুবিদবাজার এলাকায় জালালাবাদ থানা, বিমানবন্দর থানা ও কোতোয়ালী পশ্চিম থানা জামায়াতের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি সুবিদবাজার এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়।
জালালাবাদ থানা আমীর ক্বারী আলাউদ্দিনের সভাপতিত্বে ও কোতোয়ালী পশ্চিম থানা আমীর মু. আজিজুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মহানগর জামায়াত নেতা মুফতী আলী হায়দার, বিমানবন্দর থানা আমীর শফিকুল আলম মফিক, কোতোয়ালী পশ্চিম থানা সেক্রেটারী পারভেজ আহমদ, বিমাবন্দর থানা সেক্রেটারী আব্দুল লতিফ, জামায়াত নেতা ফরিদ আহমদ, শ্রমিক নেতা সাজ্জাদুর রহমান ও নাজমুল ইসলাম প্রমূখ।
মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ফ্যাসিস্ট সিরকার চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনকে দমিয়ে রাখতে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান, সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ারসহ জাতীয় নেতৃবৃন্দকে অন্যায়ভাবে কারাগারে আটকে রেখেছে। দেশব্যাপী জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের উপর হামলা-মামল, গ্রেফতার-নির্যাতন চালিয়ে যাচ্ছে। যতই জুলুম নিপীড়ন হোক না কেন দেশে যে কোন পাতানো নির্বাচন জাতি প্রতিহত করবে। অবিলম্বে আমীরে জামায়াত সহ সকল নেতৃবৃন্দকে মুক্তি দিন ও নিরপেক্ষ কেয়ারটেকার সরকার ব্যবস্থা পূণর্বহাল করে দ্রুত পদত্যাগ করুন। অন্যথায় দেশপ্রেমিক জনতার বাঁদভাঙ্গা জোয়ারে অবৈধ সরকারের মসনদ ভেঙ্গে খান খান হয়ে যাবে।