নগরীর ৩৭নং ওয়ার্ডের আখালিয়া ক্বারীপাড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাঁড়িয়েছেন সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ। মঙ্গলবার বিকেলে মহানগর জামায়াতের পক্ষ থেকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ঘর পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যের নগদ আর্থিক সহযোগিতা প্রদান করেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও মহানগরীর নায়েবে আমীর মাওলানা সোহেল আহমদ। এসময় উপস্থিত সবাইকে নিয়ে মুসিবত কাটিয়ে উঠা ও বিপদে ধৈর্য্যধারনের শক্তি কামনায় বিশেষ মোনাজাত করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, মহানগর জামায়াত নেতা মুফতি আলী হায়দার, জালালাবাদ থানা আমীর মাওলানা আলা উদ্দিন, ৩৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রিয়াজ মিয়া, জামায়াত নেতা আনাছ আহমদ চৌধুরী, ফেরদৌস আহমদ, আব্দুল মাজিদ, আকরাম হোসেন ও মিজান আহমদ। এসময় স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ ছাড়াও এলাকার মানুষ উপস্থিত ছিলেন।
ঘর পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান কালে মহানগর নায়েবে আমীর মাওলানা সোহেল আহমদ বলেন, বিপদ মুসিবত আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা স্বরুপ আসে। তাই এতে হতাশ না হয়ে বেশী বেশী করে আল্লাহর সাহায্য কামনা করতে হবে। সমাজের বিপদগ্রস্ত মানুষের পাশে সামর্থবানদের এগিয়ে আসা উচিত। সকলের সম্মিলিত প্রচেষ্টা থাকলে যে কোন বিপদগ্রস্থ মানুষ সহজেই তার সাময়িক সংকট কাটিয়ে উঠতে পারে। জামায়াত আর্ত মানবতার কল্যানে সব সময় বিপদগ্রস্ত মানুষের পাশে রয়েছে।
উল্লেখ্য- সোমবার (৪ সেপ্টেম্বর) বিকেলে নগরীর ৩৭নং ওয়ার্ডের আখালীয়া ক্বারীপাড়া এলাকায় এক অগ্নিকান্ডে একটি বসতঘর আসবাবপত্র সহ পুড়ে ছাই হয়ে যায়। খবর শুনে সোমবার রাতেই নগর জামায়াতের এক প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেন ও ক্ষতিগ্রস্তদের পরিবারকে সহযোগিতার আশ^াস দেন। এর প্রেক্ষিতে মঙ্গলবার নগর জামায়াতের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।