সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ বলেছেন, আন্তর্জাতি খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী দীর্ঘ ৫০ বছর শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বব্যাপী কোটি কোটি মানুষের মাঝে কুরআনের আলো ছড়িয়ে দিতে কাজ করেছেন। দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে তিনি ছিলেন আপোষহীন সিপাহশালার। তাঁর মৃত্যুকে গোটা মুসলিম উম্মাহ কুরআনের একজন সুযোগ্য খাদেমকে হারালো। আদর্শিক মোকাবেলায় ব্যর্থ হয়ে সম্পূর্ণ মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলায় সাজা দিয়ে তাঁকে টানা ১৩ বছর কুরআনের ময়দান থেকে দুরে রাখা হয়েছে। কারাগারে বিনা চিকিৎসায় তাকে মৃত্যুর মুখে ঠেলে দেয়া হয়েছে। আল্লামা সাঈদীকে সীমাহিন কষ্ট দিয়ে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। আল্লাহ পাক রাব্বুল আল-আমীন এর বিচার করবেন। ইনশাআল্লাহ।
তারা বলেন, আল্লামা সাঈদী (র.) কুরআনের তাফসির শুনে হাজার হাজার যুবক দ্বীনের পথে ফিরে এসেছে। বহু অমুসলিম কালেমা পাঠ করে ইসলাম ধর্মকে কবুল করেছে। কুরআনের এমন দাঈ অসহনীয় জুলুম নির্যাতনে তিলে তিলে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেয়া হয়েছে। তাঁর মৃত্যুতে মুসলিম উম্মাহ দ্বীনের বড় এক সাধক ও ইসলামি স্কলারকে হারিয়েছে। শোককে শক্তিতে পরিণত করে আল্লামা সাঈদীর অসমাপ্ত কাজ সম্পাদন করে বাংলাদেশের সবুজ ভূখণ্ডে ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণের মাধ্যমে আমাদের রাহবারদের শাহাদাতের বদলা নেয়া হবে।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে শুক্রবার বাদ জুমআ নগরীর একটি মসজিদে বিশ্বনন্দিত মুফাসসিরে কুরআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর রুহের মাগফেরাত কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা উপরোক্ত কথা বলেন। মহানগর ভারপ্রাপ্ত আমীর মাওলানা সোহেল আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠিত মাহফিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবীণ জামায়াত নেতা ও জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক ফজলুর রহমান। মোনাজাত পরিচালনা করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী।
মাহফিলে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা দক্ষিণের আমীর অধ্যক্ষ আব্দুল হান্নান, মহানগর সহকারী সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব, শ্রমিক নেতা এডভোকেট জামিল আহমদ রাজু, জামায়াত নেতা মুফতী আলী হায়দার, মাওলানা আব্দুল মুকিত, মু. আজিজুল ইসলাম ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর সভাপতি সিদ্দিক আহমদ প্রমূখ। এছাড়া দোয়া মাহফিলে মহানগরী ছাড়াও জেলা উত্তর ও দক্ষিণ জামায়াতের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মাহফিলে আল্লামা সাঈদীর রুহের মাগফেরাত, শাহাদাত কবুলিয়াত ও দেশ-জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী।
এছাড়া শুক্রবার বাদ জুমআ নগরীর মসজিদে মসজিদে আল্লামা সাঈদীর মাগফেরাত কামনায় পৃথক পৃথক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।