জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, ফ্যাসিবাদী শাসনে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা পুরোপুরি ধ্বংস করে দেয়া হয়েছে। দেশ জাতির এই ক্রান্তিলগ্নে দুঃশাসন থেকে দেশ ও জাতিকে উদ্ধার, নিরপেক্ষ কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা, আমীরে জামায়াতসহ কারান্তরীণ সকল রাজবন্দী ও আলেম-উলামাদের মুক্তিসহ ১০ দফা দাবীতে দেশপ্রেমিক জনতাকে স্বোচ্ছার হতে হবে। ভোট ও ভাতের অধিকার ফিরে পেতে আগামী ২১ জুলাই ঐতিহাসিক রেজিস্টারি মাঠে জামায়াতের জনসভা সফলে সিলেটবাসী ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসবে।
তিনি সোমবার রাতে আগামী ২১ জুলাই ঐতিহাসিক রেজিস্টারি মাঠের জনসভা সফলের লক্ষ্যে জনসভা বাস্তবায়ন কমিটির সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
মহানগর সহকারী সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রবের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সিলেট জেলা দক্ষিণের আমীর অধ্যক্ষ আব্দুল হান্নান, জেলা উত্তরের আমীর হাফিজ আনোয়ার হোসাইন খান, মহানগর নায়েবে আমীর মাওলানা সোহেল আহমদ, জেলা দক্ষিণের নায়েবে আমীর, সাবেক দক্ষিণ সুরমা উপজেলা চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ, সেক্রেটারী নজরুল ইসলাম, সহকারী সেক্রেটারী ফেঞ্চুগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন, সহকারী সেক্রেটারী মাওলানা ফারুক আহমদ ও সহকারী সেক্রেটারী গোলাপগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলাম, জেলা উত্তরের সহকারী সেক্রেটারী মাওলানা ইসলাম উদ্দিন, মহানগর সহকারী সেক্রেটারী ড. নুরুল ইসলাম বাবুল ও নগর জামায়াত নেতা মাওলানা আব্দুল মুকিত প্রমূখ।
সভায় বক্তারা বলেন, দেশে গণতান্ত্রিক স্বাভাবিক ধারা অব্যাহত রাখতে নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের আয়োজন করতে হবে। আমীরে জামায়াতসহ সকল রাজবন্দীদের অবিলম্বে মুক্তি দিতে হবে। জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়সহ জেলা/মহানগরীর সকল কার্যালয় খুলে দিতে হবে। সংবিধান স্বীকৃত মিটিং-মিছিল ও সভা-সমাবেশের অধিকার নিশ্চিত করতে হবে। মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠায় সচেতন নাগরিকবৃন্দকে চলমান আন্দোলনে শামিল করতে জামায়াতের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে অগ্রনী ভুমিকা পালন করতে হবে।