জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট মহানগরী নায়েবে আমীর মাওলানা সোহেল আহমদ বলেছেন, দেশে চরম ক্রান্তিকাল অতিবাহিত করছে। প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলো তাদের গণতান্ত্রিক অধিকার সভা-সমাবেশ করতে পারছেনা। এমনকি এই সরকারের শাসনামলে দেশের কোন শ্রেণীপেশার মানুষ ভালো নেই। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে সর্বত্র দলীয়করণের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোকে দুর্নীতির আর লুটপাটের কেন্দ্রস্থলে পরিনত করা হয়েছে। সকল নাগরিকের মৌলিক অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে আগামী ২১ জুলাই সিলেটের ঐতিহাসিক রেজিস্টারি মাঠে জামায়াতের জনসভা সফল করতে পেশাজীবি নেতৃবৃন্দকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করে যেতে হবে।
তিনি মঙ্গলবার বিকেলে সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে আগামী ২১ জুলাই রেজিস্টারি মাঠের সমাবেশ সফলের লক্ষ্যে পেশাজীবি নেতৃবৃন্দের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। শিক্ষাবিদ ড. এ এইচ এম সোলায়মানের সভাপতিত্বে ও মাহমুদুর রহমান দিলাওয়ারের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব।
অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মাওলানা ফখরুল ইসলাম, মাহবুবুর রহমান সিদ্দিকী, আসাদুর রহমান, জিল্লুর রহমান, শওকত আলী, আব্দুল আহাদ ও হাফিজুর রহমান প্রমূখ। সভায় বিভিন্ন শিক্ষক, প্রকৌশলী ও চাকুরীজীবি সহ বিভিন্ন শ্রেণীপেশার প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, ফ্যাসিবাদী শাসনের কবল থেকে গণতন্ত্র পুনরুদ্ধার, আমীরে জামায়াতসহ জাতীয় নেতৃবৃন্দ ও আলেম-উলামাদের মুক্তির দাবীতে দেশপ্রেমিক জনতাকে স্বোচ্ছার হতে হবে। মৌলিক মানবাধিকার, ভোট ও ভাতের অধিকার ফিরে পেতে আগামী ২১ জুলাই ঐতিহাসিক রেজিস্টারি মাঠে জামায়াতের জনসভা সর্বাত্মকভাবে সফল করতে দেশপ্রেমিক পেশাজীবি জনতাকে ঐক্যবদ্ধ করতে হবে।