জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, সুইডেনে একের পর এক মানবতার মুক্তিসনদ মহাগ্রন্থ আল কুরআন অবমাননার বিরুদ্ধে বাংলাদেশসহ বিশ্ব মুসলিমকে স্বোচ্ছার হতে হবে। কুরআন অবমাননা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। মুসলমানদের আবেগ অনুভূতির প্রাণকেন্দ্র পবিত্র কুরআন অবমাননা কোনো সভ্য মানুষ মেনে নিতে পারে না। সুইডেনে কুরআন পোড়ানোর ন্যক্কারজনক ঘটনা গোটা বিশ্বের মুসলমানদের হৃদয়ে আঘাত করেছে। এই ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য সুইডেন সরকারের প্রতি আহবান জানাচ্ছি।
তিনি বলেন, বিশ্বের ২০০ কোটির বেশী মুসলমান যে কুরআনকে লালন করে সেই কুরআনের উপরে আঘাত মানে সমগ্র মুসলমানের কলিজায় আঘাত করা। এই ঘটনার নিন্দা জানানোর ভাষাটুকু আমরা হারিয়ে ফেলেছি। শক্তিশালী ও কার্যকর উদ্যোগের অভাবে রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায় সুইডেনে একের পর এক কুরআন অবমাননা করা হচ্ছে। যা গোটা মুসলিম বিশ্বের জন্য দুঃখজনক ঘটনা। দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত সুইডেনের সকল পণ্য বর্জনের জন্য দেশের জনগণের প্রতি উদাত্ত আহ্বান রইল। ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য ওআইসি এবং মুসলিম বিশ্বের প্রতি আহবান জানাচ্ছি। একই সাথে সিলেটসহ সারাদেশের ইমাম-খতিব ও আলেম-উলামাকে এ ব্যাপারে স্বোচ্ছার হওয়ার আহ্বান জানাচ্ছি।
তিনি বুধবার রাতে সিলেট মহানগর জামায়াতের কর্মপরিষদের সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। মহানগর সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মহানগর নায়েবে আমীর মাওলানা সোহেল আহমদ, সহকারী সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব ও ড. নূরুল ইসলাম বাবুল প্রমূখ। সভায় মহানগর জামায়াতের কর্মপরিষদের সদস্যগণ উপস্থিত ছিলেন।