- রমজানের শিক্ষা বাস্তব জীবনে প্রয়োগ করতে পারলে ঈদ আনন্দ সার্থক হবে
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, বিশ^ব্যাপী ইসলাম ও ইসলামী আন্দোলন আজ চরম ক্রান্তিকাল অতিবাহিত করছে। ইসলামী আন্দোলনকে বাধাগ্রস্থ করতে সুদুর প্রসারী ষড়যন্ত্র চলছে। কুরআন সুন্নাহ ভিত্তিক জীবন ব্যবস্থা ও ঈমানী মজবুতি ছাড়া এই ষড়যন্ত্র মোকাবেলা সম্ভব নয়। ঈদ উদযাপনের মধ্য দিয়ে পবিত্র মাহে রমজান বিদায় নিয়েছে। কিন্তু রমজানের শিক্ষা বাস্তব জীবনে প্রয়োগ করতে পারলে ঈদ আনন্দ সার্থক হবে। নিজেদেরকে পরিপূর্ণভাবে মুমিন হিসেবে গড়ে তুলতে পারলে ইহকালিন কল্যাণ ও পরকালিন মুক্তি নিশ্চিত করা সম্ভব। ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণের পূর্বশর্ত হচ্ছে নিজেকে পরিপূর্ণ মুত্তাকি হিসেবে গড়ে তোলা।
তিনি শুক্রবার সিলেট মহানগরীর কোতোয়ালী পূর্ব থানা জামায়াত আয়োজিত ঈদ পূণর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। থানা আমীর রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারী আব্দুল মোতালিব ও এডভোকেট জুনেদ আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত ঈদ পূণর্মিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জামায়াত নেতা হাফিজ মশাহিদ আহমদ ও নজরুল ইসলাম শুয়েব প্রমূখ।