অসহায় হতদরিদ্র মানুষকে ঈদ আনন্দে
শামিল করতে সাধ্যমত এগিয়ে আসুন
—
সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর মাওলানা সোহেল আহমদ বলেছেন, মাহে রমজান হচ্ছে আত্মশুদ্ধি অর্জনের মাস। পবিত্র রমজানের সুমহান শিক্ষা হচ্ছে অসহায় হতদরিদ্র মানুষের কল্যাণে এগিয়ে আসা ও সামাজিক বৈষম্য দূর করা। রমজান আমাদের মাঝ থেকে বিদায় নিতে যাচ্ছে। মুসলিম উম্মাহর দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ আনন্দে সমাজের অসহায় হতদরিদ্র মানুষকে সাহায্য করতে সামর্থ অনুযায়ী এগিয়ে আসতে হবে।
তিনি রোববার সিলেট মহানগরীর কোতোয়ালী পশ্চিম থানা জামায়াতের উদ্যোগে ১২নং ওয়ার্ডের শেখঘাট এলাকায় হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার ফুডপ্যাক বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
শেখঘাট এলাকার প্রবীণ মুরব্বী আনছার উদ্দিনের সভাপতিত্বে ও কোতোয়ালী পশ্চিম থানা জামায়াতের সেক্রেটারী পারভেজ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত ফুডপ্যাক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ১১নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুল আলীম, ১২নং ওয়ার্ড সভাপতি ফয়েজুল ইসলাম, ১২নং ওয়ার্ড ছাত্রশিবিরের সভাপতি ওলিউর রহমান, জামায়াত নেতা শামীম আহমদ ও জসিম উদ্দিন প্রমূখ।