বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরীর আমী মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, ইসলামের ইতিহাসে পবিত্র রমযান মাসে বদর যুদ্ধ একটি অবিস্মরণীয় ঘটনা। বদরের যুদ্ধের মূল শিক্ষা মুসলমানদের জীবনে বাস্তবায়ন করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামের তামান্না এবং আল্লাহর নৈকট্য লাভে বেশি বেশি ইবাদত-বন্দেগী, সত্য ও ন্যায়ের পথে জীবন উৎসর্গের জন্য তৈরি থাকতে হবে। মদিনায় ইসলামের সমৃদ্ধি ও গণজাগরণে ভীত হয়ে কাফিররা প্রতিহিংসাপরায়ণ হয়ে রমজানের মত পবিত্র মাসে এ যুদ্ধে লিপ্ত হয়। বদর যুদ্ধে মুসলমানদের বিজয় এবং কাফিরদের শোচনীয় পরাজয় ঘটে। বদর যুদ্ধ ইসলাম এবং মুসলমানদের জন্য এক ঐতিহাসিক গুরুত্বপূর্ণ শিক্ষা বহণ করে। ঐতিহাসিক বদরের শিক্ষার আলোকে যে কোন মূল্যে জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে।
তিনি রোববার ১৭ রমজান ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে সিলেট মহানগর জামায়াত আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জামায়াত নেতা মাওলানা আব্দুল মুকিত, মুফতী আলী হায়দার, ক্বারী আলা উদ্দিন ও মাওলানা জুনায়েদ আল হাবীব প্রমূখ।
সভায় বক্তারা বলেন, কুরআনকে বিজয়ী করার জন্য ১৭ রমযান বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল। সে দিন কুরআন বিজয়ী হয়েছিল। বদরের প্রান্তরে ১০০০ জনের বিপরীতে মাত্র ৩১৩ জন মাঠে নেমেছিল। সংখ্যা যা ই হোক না কেন আল্লাহর সাহায্যে বিজয় এসেছে। আল্লাহ সত্যকে পাঠিয়েছেন বিজয়ী হতে আর বাতিল এসেছে পরাজিত হবে। অতএব বিজয় আসবেই। মুসলিম উম্মাহর সবচেয়ে বেশী দরকার ঐক্যের। বাতিলরা ইসলামের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। কিন্তু ইসলামের পক্ষে ডাক দিলে বিভেদ সৃষ্টি হয়। বদরের যুদ্ধের শিক্ষা থেকে মুসলমানদের আল্লাহর দ্বীন কায়েমে সত্য ও ন্যায়ের পথে সকলকে এগিয়ে আসতে হবে।