এক মাস সিয়াম সাধনার পর মুসলিম উম্মাহর প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেটবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ।
এক শুভেচ্ছা বার্র্তায় জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, নায়েবে আমীর মাওলানা সোহেল আহমদ ও সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী সিলেটবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, এক মাস সিয়াম সাধনা শেষে পবিত্র ঈদুল ফিতর আমাদের দ্বারে সমাগত। খুশির সওগাত নিয়ে ঈদুল ফিতর হলো একমাস সিয়াম সাধনার সমাপনী অনুষ্ঠান। পবিত্র রমযান মাসেই নাযিল হয়েছে মানবতার মুক্তি সনদ মহাগ্রন্থ আল-কুরআন। রমযানের দাবি হলো তাকওয়াবান সুনাগরিক তৈরী ও ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণ।
নেতৃবৃন্দ বলেন, এবার এমন সময়ে আমরা ঈদ উদযাপন করছি যখন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ কারান্তরীণ। এইক সাথে কুরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীসহ অনেক আলেম-উলামা ষড়যন্ত্রমূলক মামলায় কারাগারে আছেন। তাদের পরিবার ঈদের আনন্দ থেকে বঞ্চিত। এছাড়া দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে দেশের খেটে খাওয়া কর্মহীন মানুষের জীবন আজ দুর্বিষহ। এমতাবস্থায় শ্রমজীবী মানুষের জন্য পরিপূর্ণভাবে ঈদুল ফিতর উদযাপন কঠিন হয়ে দাড়িঁয়েছে। তবুও মাহে রামাদ্বানের শিক্ষায় উদ্ধুদ্ধ হয়ে অসহায় দরিদ্র মানুষকে ঈদ আনন্দে শামিল করতে হবে। আনন্দ ভাগাভাগি করে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে। সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মুবারক।