নগরীর কাজিরবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাঁড়িয়েছেন সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ। শুক্রবার সকালে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ বসতঘর ও ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করে তারা। পরিদর্শন শেষে কোতোয়ালী পশ্চিম থানা জামায়াত আয়োজিত এক অনুষ্ঠানে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নগদ আর্থিক অনুদান প্রদান করেন নগর জামায়াত নেতৃবৃন্দ।
কাজিরবাজারের বিশিষ্ট ব্যাবসায়ী জিয়াউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত নগদ আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী, কোতোয়ালী পশ্চিম থানা আমীর মুহাম্মদ আজিজুল ইসলাম ও সেক্রেটারী পারভেজ আহমদ।
এছাড়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জাময়াত নেতা এডভোকেট সিরাজুল ইসলাম, ইফতেখার আহমদ, মাজহারুল ইসলাম, আব্দুজ জাহের, আব্দুল আলিম, ফয়েজুল ইসলাম ও কাজিরবাজারের বিভিন্ন স্তরের ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিদর্শন ও নগদ আর্থিক অনুদান প্রদানকালে সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, বিপদ মুসিবত মহান রবের পক্ষ থেকে পরীক্ষার জন্য আসে। কারো বিপদ স্থায়ী থাকবেনা। এক ভাইয়ের বিপদের সময় অন্য ভাইকে এগিয়ে আসা ইসলামের সুমহান শিক্ষা। তাই যে কোন দুর্যোগে জামায়াত বিপদগ্রস্থ, ক্ষতিগ্রস্থ মানুষের পাশে সাধ্যমত দাঁড়িয়ে সহযোগিতার চেষ্টা করছে। আমাদের ভালো কাজগুলো সরকার পছন্দ করেনা। তাই জুলুম-নিপীড়ন চালিয়ে আমাদেরকে নিশ্চিহ্ন করতে চায়। কিন্তু আমরা কেবলই আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য মানবতার কল্যাণে কাজ করি।
All reactions:
7878